SSC -এর মাধ্যমে উচ্চ-মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ 5000 কর্মী! শীঘ্রই করুন আবেদন

এ মুহূর্তে জারি হলো এক বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি। আপনি যদি সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজে রয়েছেন তবে এর থেকে সুখবর আর কিছুই হতে পারে না।
এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশন জারি করেছে এক নিয়োগের বিজ্ঞপ্তি। Combined Higher Secondary Level ( CHSL – 10+2 ) পদে নিয়োগ হবে অসংখ্য কর্মী। 
নিয়োগকারী সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন ( SSC )
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করতে হবে।
কর্মস্থল: সারা ভারত
জাতীয়তা: অবশ্যই ভারতীয় হতে হবে।
শূন্যপদ: মোটামুটি 5000 শূন্যপদ রয়েছে।
আবেদন মূল্য: 
General/ OBC : 100 টাকা।
SC/ST : কোনো আবেদন মূল্য লাগবে না।
 
আবেদন শুরুর তারিখ: আগামী 6 নভেম্বর, 2020 থেকে।
আবেদনের শেষ তারিখ: আগামী 15 ডিসেম্বর, 2020 পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট: https://ssc.nic.in/

Leave a comment