SSC Group-C Recruitment: 7301 শূন্যপদে গ্রুপ-সি চাকরি, মাধ্যমিক পাশে এখনই আবেদন করুন

আপনি কি একজন সরকারি চাকরি প্রার্থী? কিংবা অনেক পড়াশোনা করার পর সরকারি চাকরির খোঁজে আছেন এবং বেকার সমস্যায় ভুগছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এসএসসি এর মধ্য দিয়ে এবার জারি হলো প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইতিমধ্যে এই গ্রুপ-সি নিয়োগ (Group C Recruitment 2022) এর আবেদনের জন্য ফর্ম ফিলাপ প্রক্রিয়া চলছিল। তবে সঠিকভাবে শূন্যপদের হিসাব দেওয়া ছিল না। এবার অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে

SSC Group-C Recruitment 2022

পদের নাম:
আগে কেবলমাত্র 3603 টি শূন্যপদের কথা বলা হয়েছিল প্রধানত হাবিলদার পদের জন্য। এবার সরাসরি এমটিএস পদের শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়েছে। এখানে আরও 3698 টি শূন্যপদ যোগ হলো এবং দুটি পদ মিলে সর্বমোট 7301 শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই চাকরিতে আবেদনের জন্য আপনাকে স্বীকৃত কোনো বোর্ড বা সংস্থা থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চ শিক্ষিত হলেও আপনি নির্দ্বিধায় এখানে আবেদনের যোগ্য।
বয়সসীমা:
আবেদনের ক্ষেত্রে আপনার বয়স হওয়া দরকার 18 থেকে 27 এর মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে। 
আবেদন প্রক্রিয়া:
SSC এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে নিজের প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইতিমধ্যে কোনো দিনও রেজিস্ট্রেশন করা থাকলে আর করতে হবে না। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও ঠিকানা সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল করুন দেবেন। সেখান থেকে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে।
পরবর্তী কাজ হলো এই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা। লগইন করে MTS তথা গ্রুপ সি এর চাকরিটি বেছে আবেদন করা শুরু করুন। পদের নাম, সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিবরণ, এক্সাম সেন্টার ইত্যাদি দিয়ে ফর্ম টি ফিলাপ করুন। সবার শেষে কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে নিতে হবে।
দরকারি ডকুমেন্ট:
যেসব ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. মাধ্যমিকের মার্কশিট
3. মাধ্যমিকের সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. ভোটার কিংবা আঁধার কার্ড
6. নিজের রঙিন পাসপোর্ট ফটো
9. একটি সিগনেচার
নিয়োগ প্রক্রিয়া:
নিয়োগ হবে কয়েকটি ধাপে। প্রার্থীদের প্রথমে পার্ট 1 লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে যেখানে MCQ অর্থাৎ অবজেক্টিভ টাইপ এর প্রশ্ন থাকবে। এখানে পাশ করলে পার্ট 2 পরীক্ষা অর্থাৎ Descriptive অর্থাৎ বিস্তারিত লেখার ওপর পরীক্ষা হবে। এখানে উত্তীর্ণ হলে ইন্টারভিউ তথা ডকুমেন্ট ভেরিফিকেশন এ ডাক পাবেন। সেখানেই প্রার্থী যাচাই করে নিয়োগ করে দেওয়া হবে।
নিচে শূন্যপদের বিবরণের নতুন প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো। সঙ্গে আবরণের লিঙ্ক ও অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হচ্ছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLY ONLINE: CLICK HERE 

MORE JOB NEWS: CLICK HERE 
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের আরো নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।

Leave a comment