পশ্চিমবঙ্গে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন / STM Kolkata এর তরফে কর্মী নিয়োগ (STM Recruitment 2024 WB) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে হবে নিয়োগ। সেক্ষেত্রে নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে আপনারা ন্যূনতম দশম তথা মাধ্যমিক পাশে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন / STM Kolkata এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: মোট তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
পদ – ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং সার্টিফিকেট থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। এবং সর্বোচ্চ 25 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 15,800/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ কিংবা DMLT করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 60 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 21,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – টেকনিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা: মাইক্রো বায়োলজি/ বায়ো টেকনলজি/ বায়ো কেমিস্ট্রি/ লাইফ সায়েন্স ইত্যাদি যেকোনো ক্ষেত্রে বিএসসি পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা 60 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের পর এই পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন 35,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।
1. এক্ষেত্রে সবার প্রথমে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।
3. এক্ষেত্রে নিজের নাম, পদের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
4. সঙ্গে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।
6. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 26/06/2024 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |