Union Bank of India তে চাকরির সুবর্ণ সুযোগ। আপনি যদি স্নাতক পাশ করে চাকরির খোঁজ করেন তবে খবরটি শুধু আপনার জন্য। দেশ তথা রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ করতে পারবেন আবেদন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির জন্য। আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে আপনাকে। হাতে মাত্র আর কয়েকটা দিন আবেদনের জন্য। তাই দেরি না করে এখনই দেখে নিন আবেদেনের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: Union Bank of India (UBI)
পদের নাম: Specialist Officers / Domain Experts পদে প্রার্থী নিয়োগ করা হবে।
শূন্যপদ: মোট 25 টি স্যান্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে Graduate / Post Graduate হতে হবে।
বয়স: Senior Manager দের জন্য বয়সসীমা 30-40 বছর এবং Manager দের জন্য 25-35 বছর।
বেতনক্রম: সর্বোচ্চ বেতন- 36000/- এবং সর্বনিম্ন বেতন- 78230/-
Read More: পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ অসংখ্য BSK কর্মী
আবেদন প্রক্রিয়া: শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি: Gen/EWS/OBC- 800/- এবং SC/ST/PWD- 150/-
নিয়োগ প্রক্রিয়া: Written Test এবং Interview এর মাধ্যমে হবে প্রার্থী বাছাই।
আবেদনের সময়সীমা: আগামী 07/01/2022 এর মধ্যে করতে হবে আবেদন।
Read More: উচ্চ বেতনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ
CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION
TO VISIT OFFICIAL WEBSITE CLICK HERE