WB SSC UPPER PRIMARY 2021
খবর সম্প্রীতি ডেস্ক: এক অভিশপ্ত নিয়োগ এই উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া যা সুদীর্ঘ ৮ বছর ধরে কুরে কুরে খাচ্ছে উচ্চপ্রাথমিকের সরকারি চাকরি প্রার্থীদের। যদিও এবছরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার এক প্রবল সম্ভাবনা ছিলো কিন্তু নানান টানাপোড়েনের মুখে পড়ে বারংবার থমকে যেতে হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে।
কিন্তু ২০২২ এর আগেই, উচ্চ প্রাথমিক নিয়ে যেসব আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, সব নিষ্পত্তির অবসান ঘটাবে বলে আশ্বাস দিয়েছে এসএসসি। এই অব্দি ৮০০০ ভাবী শিক্ষকদের নিষ্পত্তি ঝুলে আছে। সূত্র মারফত আসা খবর অনুযায়ী এখনও পর্যন্ত গত ৮ অক্টোবরের মধ্যে প্রায় ১৩০০০ প্রার্থীদের সব আইনি জটিলতা থেকে মুক্তি দিয়ে নিষ্পত্তির অবসান ঘটিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মোটামোটি প্রায় ১২০০ চকারি প্রার্থী নিয়ে বিশেষ এক মেধা তালিতা প্রকাশ করা হয়েছে।
এবারে প্রায় উনিশ হাজারেরে কাছাকাছি জমা পড়েছে অভিযোগ, যাদের মধ্যে বেশিরভাই যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও এবং আগের মেরিট লিস্টে নাম আসা সত্ত্বেও এবার আসেনি তাদের নাম। এই প্রার্থীরা আপাতত আশাবাদী থাকতে পারে বলেই আশ্বাস দিয়েছেন কমিশন।
মোটামোটি ৬ দফায় অভিযোগের নিষ্পত্তির পথে হেঁটেছে কমিশন। বিভিন্ন দফায় কাজ করার পর বিশেষ করে ষষ্ট দফায় বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। যাইহোক স্কুল খুলে দেওয়ার পর শিক্ষকদের বিশেষ প্রয়োজন হবে। তাই আর দেরি না করে যেভাবেই হোক ডিসেম্বরের মধ্যেই সব জটিলতা কাটিয়ে হাইকোর্টের সবুজ সঙ্কেত পাওয়ার সঙ্গে সঙ্গেই ফাইনাল মেরিট লিস্ট জারি করবে SSC তথা স্কুল সার্ভিস কমিশন।