রাজ্যে একদিকে বেকার সমস্যা বেড়ে চলেছে হুহু করে। বিশেষ করে করোনা তথা লকডাউনের জেরে থমকে গিয়েছিলো এযাবৎ রাজ্যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া। যাইহোক চাকরি প্রার্থীদের জন্য এক বিশেষ সুখবর। রাজ্যে এক জেলা স্কুলে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো-
পদের নামঃ মূলত যেসব পদে আবেদন করা হবে-
- GUEST TEACHER (TEACHING STAFF)
- GROUP- C & D (NON- TEACHING STAFF)
বিষয় ভিত্তিক শিক্ষকঃ প্রধানত যেসব বিষয়ের ওপর নিয়োগ করা হবে শিক্ষক-
- BENGALI
- ENGLISH
- MATHEMATICS
- HISTORY
- GEOGRAPHY
- PHYSICAL SCIENCE
- LIFE SCIENCE
প্রতিটি বিষয়ের ওপর এক জন করে শিক্ষক নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ Walk-In-Interview এর মাধ্যমে হবে নিয়োগ। প্রার্থীকে একেবারে ইন্টারভিউ এর দিন জেসব ডকুমেন্ট সঙ্গে করে আনতে হবে-
- শিক্ষাগত ও পেশাগত সব অরিজিনাল ডকুমেন্ট
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ফটো
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
- প্রতিটি ডকুমেন্ট এর এক কপি করে জেরক্স
আবেদন পদ্ধতিঃ আবেদন পত্রে প্রার্থীর যাবতীয় তথ্য লিখে তা পাঠাতে হবে ই-মেল করে।
- E-Mail Address: disseud@gmail.com
E-Mail পাঠানোর সময়সীমাঃ আগামী 28/11/2021 এর মধ্যে E-Mail পাঠাতে পারেন।
বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিফিকেশন দেখুন ↓↓
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE