পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকের GP -তে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | WB Anganwadi Helper Recruitment 2024

পশ্চিমবঙ্গে ফের নতুন করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ (WB Anganwadi Helper Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনেক চাকরিপ্রার্থী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত জিপি -তে এই নিয়োগ করা হবে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।

WB Anganwadi Helper Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ সরকারের শিশুবিকাশ প্রকল্প আধিকারিকের করণ এর তরফে জেলার বিভিন্ন ব্লক তথা মিউনিসিপ্যালিটি এর অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তথা GP -তে এই নিয়োগ করা হবে।

পদের নাম: এখানে মূলত অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে বয়স হলেই আবেদন জানাতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষার ওপর রয়েছে মোট 90 নম্বর। এবং মৌখিক পরীক্ষার ওপর রয়েছে 10 নম্বর। অর্থাৎ, মোট 100 নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর প্রদান করে মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে হবে নিয়োগ।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে আবেদন জানাতে পারবেন।

1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংকে ক্লিক করে নিলে সেখানে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে।

2. তারপর একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে আপনার সামনে।

3. সেখানে গ্রাম পঞ্চায়েত এর নাম কিংবা ওয়ার্ড নম্বর সিলেক্ট করুন।

4. তারপর যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, ক্যাটাগরি, জেন্ডার, জাতীয়তা, জন্মতারিখ, বয়স, মোবাইল নম্বর, ইমেল, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দেবেন।

5. তারপর নিজের ফটো এবং সিগনেচার আপলোড করে দিন এক এক করে।

6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন এর কাজ সম্পন্ন করুন।

আবেদনের সময়সীমা: আগামী 25/08/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Important Links 
Official NotificationClick Here 
Official Website Click Here 
Apply Online Click Here 

Leave a comment