পশ্চিমবঙ্গে অ্যাক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ (WB Axis Bank Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে হচ্ছে নিয়োগ। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এই নিয়োগ রাজ্যের বিভিন্ন জেলায় সংঘটিত হবে এবং রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যেকেউ আবেদন জানাতে পারবেন। শুধমাত্র উচ্চমাধ্যমিক পাশে এমন একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি, নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত অ্যাক্সিস ব্যাংকের তরফে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
ক্ষেত্র ও পদের নাম: মূলত ফাইন্যান্স এবং একাউন্ট সার্ভিসে হবে নিয়োগ। সেক্ষেত্রে যেসব পদ রয়েছে –
1. অফিস এক্সিকিউটিভ
2. ডেটা এন্ট্রি অপারেটর
3. KYC ভেরিফিকেশন অফিসার
4. অফিস অ্যাসিস্ট্যান্ট
5. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়স হলে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন এবং সর্বোচ্চ 32 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 22,600/- টাকা হতে পারে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করতে পারবেন।
ডাইরেক্ট ইমেল কিংবা WhatsApp এর মাধ্যমে সিভি তথা বায়ো ডেটা জমা করে আবেদন করা যাবে। সেক্ষেত্রে ইমেল ঠিকানা এবং মোবাইল নম্বর নিচে দেওয়া হলো।
ইমেল ঠিকানা ও WhatsApp নম্বর
ইমেল ঠিকানা | hrcorporte887@gmail.com |
মোবাইল নম্বর | 9038525386 / 9163326074 |
আবেদনের সময়সীমা: আগামী 15/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। আগ্রহী হলে শীঘ্রই আবেদন জানাতে পারেন আপনিও।
বিশেষ দ্রষ্টব্য: অ্যাক্সিস ব্যাংকের (Axis Bank) এই নিয়োগ নোটিফিকেশন তথা বিজ্ঞপ্তি আকারে NCS তথা National Career Service এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিচে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো বিস্তারিত জানুন।
Important Links
Official Notification | Click Here |
More Job Updates | Click Here |