পশ্চিমবঙ্গে CID -এর তরফে কর্মী নিয়োগ (WB CID Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। উল্লেখ্য, কর্মীদের এখানে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। বেশ কয়েক ধরনের পদ রয়েছে। এবং সঙ্গে রয়েছে মাসিক সুউচ্চ বেতন। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে CID এর তরফে সাইবার ক্রাইম ডিভিশন এ হবে নিয়োগ।
পদের নাম: মোট ছয় ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. Mobile Forensic Expert
2. Network Forensic Expert
3. Malware Forensic Expert
4. Cloud Forensic Expert
5. Crypto Analysts
6. Disk Forensic Expert
শিক্ষাগত যোগ্যতা: পদ সম্পর্কিত ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে।
যেমন, IT/ Computer Science/ Electronics and Telecommunication এ স্নাতক তথা গ্র্যাজুয়েশন। অথবা, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক উচ্চ বেতন প্রদান করা হবে। এক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন 1.5 লক্ষ টাকা থাকছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
2. নিজের নাম, পদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, অভিভাবকের নাম, আধার নম্বর, জন্মতারিখ ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
3. নিজের ফটো, সিগনেচার এবং আধার কার্ড আপলোড করে দিন এক এক করে।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 10/08/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |