পশ্চিমবঙ্গে কলেজে গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ (WB College Group-C D Recruitment 2024) করা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি আপনি যদি একজন চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানে যেকোনো প্রান্ত থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে কলেজে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যে Adyapeath Annada Polytechnic College এ এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
পদের নাম: এখানে গ্রুপ সি ও ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।
গ্রুপ -সি পদ:
মোট চার ধরনের গ্রুপ সি লেভেলের পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে।
1. লোয়ার ডিভিশন ক্লার্ক
2. লাইব্রেরি এসিস্ট্যান্ট
3. স্টোর অ্যাসিস্ট্যান্ট
4. ক্যাশিয়ার
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতনক্রম 22,700 – 58,500/- টাকা থাকছে।
পদ – গ্রুপ ডি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতনক্রম 17,000 – 43,600/- রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. নিজের প্রয়োজনীয় তথ্য যেমন নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. নিজের যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে।
4. সবার শেষে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে আবেদনের কাগজ তথা তথা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিন।
আবেদনের সময়সীমা: আগামী 22/03/2024 থেকে 21/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Group-C / Group-D |
Official Website | Click Here |