পশ্চিমবঙ্গে কো অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ (WB Cooperative Bank Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি শূন্যপদে ক্লার্ক লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ চাইলেই অনায়াসেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সঙ্গে থাকছে মাসিক সুউচ্চ বেতন। বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: West Bengal Co-operative Service Commission এর তত্বাবধানে রাজ্যে কো অপারেটিভ ব্যাংক (The West Bengal State Co-operative Bank Limited) এ কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: কো অপারেটিভ ব্যাংকের এই নিয়োগের মধ্য দিয়ে ক্লার্ক লেভেলের পদে হবে নিয়োগ। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে Clerical Cadre পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ সংখ্যা: উপরে উল্লিখিত পদে আপাতত সব মিলিয়ে 50 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 38,513.07/- টাকা থেকে শুরু হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা তথা অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানান নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন যখন অনলাইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে।
5. শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 10/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |