পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির বিজ্ঞপ্তি (WB Data Entry Operator Job 2024) জারি হয়েছে। রাজ্যে বিধানসভা সচিবালয়ের তরফে নেওয়া হচ্ছে কর্মী। এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরিপ্রার্থী এবং দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে বিধানসভা সচিবালয়ের (West Bengal Legislative Assembly Secretariat) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: বিধানসভা সচিবালয়ের এই নিয়োগের মধ্য দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 40 বছরের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 16,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের প্রধান দুটি ধাপের মধ্য দিয়ে কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,
1. Computer Based Typing Test
2. Interview
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ইমেল, মোবাইল নম্বর, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
4. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: The Principal Secretary, West Bengal Legislative Assembly, Assembly House, Kolkata – 700001
আবেদনের সময়সীমা: আগামী 28/03/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |