পশ্চিমবঙ্গে ডেটা ম্যানেজার পদে নিয়োগ, বেতন 35,000/- টাকা | WB Data Manager Recruitment 2024

পশ্চিমবঙ্গে ডেটা ম্যানেজার পদে নিয়োগ (WB Data Manager Recruitment 2024) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে হচ্ছে নিয়োগ। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতার অধিকারী তাদের জন্য ভালো সুযোগ এটি। সঙ্গে নিযুক্ত কর্মীদের মাসিক উচ্চ বেতন প্রদান করা হবে। 

WB Data Manager Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এবং ন্যাশনাল আরবান হেল্থ মিশন এর তত্ত্বাবধানে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে ডেটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 35,000/- টাকা থেকে শুরু হবে এখানে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: মোট 100 নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর প্রদান করে মেরিট লিস্ট তৈরি করা হবে।

এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এর ওপর 75 নম্বর, কম্পিউটার টেস্ট এর ওপর 15 নম্বর এবং এক্সপেরিয়েন্স তথা অভিজ্ঞতার ওপর 10 নম্বর রয়েছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. এক্ষেত্রে সবার প্রথমে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

3. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।

4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 17/07/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Important Links 
Official NotificationClick Here 
Official Website / Apply Online Click Here 

Leave a comment