পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ (WB Health 12 Pass Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। প্রার্থীদের মূলত কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। আপনারা চাইলেও অতি সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদ – ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি DMLT করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 19 থেকে 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – ব্লক এপিডেমিয়োলোজিস্ট
শিক্ষাগত যোগ্যতা: লাইফ সায়েন্স/ এপিডেমিয়োলোজির ওপর স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এমএস অফিস এর কাজে দক্ষতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 35,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – ব্লক ডেটা ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশের পাশাপাশি কম্পিউটার এমএস অফিস এর যাবতীয় কাজের দক্ষতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 21 বছর বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: এক্ষেত্রে নিযুক্ত হওয়ার পর কর্মী পিছু মাসিক গড় বেতন 22,000/- টাকা।
পদ – ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: লাইফ সায়েন্স এর ওপর স্নাতক পাশের পাশাপাশি পদ সম্পর্কিত অন্যান্য যোগ্যতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 35,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: আগামী 07/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |