পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে সুবর্ণ চাকরি (WB Health Department Job 2024) এর সুযোগ। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ হচ্ছে এখানে। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে আপনারা ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। থাকছে সুউচ্চ মাসিক বেতন। সেক্ষেত্রে আপনারা আগ্রহী হলে বিস্তারিত জেনে নিতে পারেন। নিচে বিভিন্ন পদ, যোগ্যতা, বেতনক্রম, আবেদন পদ্ধতি ইত্যাদি আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশন (National Health Mission) এর অধীনে কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম: স্বাস্থ্য বিভাগের এই চাকরির নিয়োগ (WB Health Department Job 2024) এর মধ্য দিয়ে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. মেডিক্যাল অফিসার ইনচার্জ
2. নার্সিং ইনচার্জ
3. মেডিক্যাল অফিসার
4. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
5. একাউন্টেন্ট
6. ল্যাবরেটরি টেকনিশিয়ান
7. পিয়ার সাপোর্ট
8. কুক এন্ড কেয়ারটেকার
পদ – ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখার ওপর উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে DMLT সম্পন্ন করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – পিয়ার সাপোর্ট
শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রেও উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 40 বছর বয়সের নিচে বয়স হলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর এই পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন 10,000/- টাকা থেকে শুরু হবে।
পদ – কুক এন্ড কেয়ারটেকার
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: 20 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: এখানে মাসিক বেতন 8,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – একাউন্টেন্ট
শিক্ষাগত যোগ্যতা: কমার্স শাখার ওপর স্নাতক পাশের পাশপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর রাখা হয়েছে।
মাসিক বেতন: এই পদে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 26,000/- টাকা থেকে শুরু হবে।
পদ – কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে ANM কিংবা GNM সম্পন্ন করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসিক বেতন 13,000/- টাকা থেকে শুরু হবে।
আবেদন পদ্ধতি: নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে নিজের যাবতীয় বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সঙ্গে ফর্ম ফিলাপ করে নিতে হবে।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 20/06/2024 তারিখে অনলাইন আবেদন শুরু হবে। এবং এই আবেদন চলবে আগামী 05/07/2024 তারিখ পর্যন্ত।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |