পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যে কেউ করতে পারবেন আবেদন। মূলত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রুপ- ডি এবং বিভিন্ন গ্রুপ- সি বিভাগে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তাই আর দেরি না করে দেখে নিন আবেদনের খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থাঃ পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হবে এই নিয়োগ। (District Health & Family Welfare Samiti)
পদের নামঃ প্রধান ৩ প্রকার পদে করা হবে কর্মী নিয়োগ-
- Group-D
- Lower Division Assistant (LDA)
- Chief District Medical Officer (CDMO)
পদ অনুযায়ী যাবতীয় বিবরণঃ নিচে বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতন এবং নিয়োগ স্থান দেওয়া হলো-
Group-D
শূন্যপদঃ 1
যোগ্যতাঃ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যেকোনো অবসরপ্রাপ্ত কর্মী।
বয়সঃ 62 বছরের নিচে বয়স হতে হবে।
বেতনঃ 8000 টাকা মাসে।
নিয়োগ স্থানঃ AYUSH Setup at DFW Wing, CMOH Office, Cooch Behar
Lower Division Assistant (LDA)
শূন্যপদঃ 1
যোগ্যতাঃ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যেকোনো অবসরপ্রাপ্ত কর্মী। সঙ্গে কম্পিউটার এ কাজ করার দক্ষতা।
বয়সঃ 62 বছরের নিচে বয়স হতে হবে।
বেতনঃ 10000 টাকা মাসে।
নিয়োগ স্থানঃ AYUSH Setup at DFW Wing, CMOH Office, Cooch Behar
Chief District Medical Officer (CDMO)
শূন্যপদঃ 8
যোগ্যতাঃ আবেদনকারীর নাম অবশ্যই West Bengal Medical Council / Medical Council of India এর অধীনে একজন Medical Practitioner হিসাবে Registered হতে হবে।
বয়সঃ 65 বছরের নিচে বয়স হতে হবে।
বেতনঃ 60000 টাকা মাসে।
নিয়োগ স্থানঃ যে 8 টি BPHC তে নিয়োগ করা হবে-
- Dewanhat BPHC
- Changrabandha BPHC
- Pundibari RH
- Gosanimari RH
- Natabari RH
- Sitalkuchi RH
- Sitai RH
- Haldibari RH
নিয়োগ প্রক্রিয়াঃ Walk-in-Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর দিন প্রার্থীকে যেসব ডকুমেন্ট নিয়ে আসতে হবে-
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- সব রকম শিক্ষাগত মার্কশিট
- ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
- অভিজ্ঞতা সার্টিফিকেট
WALK-IN-INTERVIEW এর তারিখ ও সময়ঃ 29/12/2021 তারিখে সকাল 11 টা থেকে শুরু হবে।
WALK-IN-INTERVIEW এর স্থানঃ Office of the Chief Medical Officer of Health, Cooch Behar, Lal Bagh Building, Debibari, Cooch Behar – 736101
Official Notification: Click Here
Official Website: Click Here
For More Job News: Click Here