পশ্চিমবঙ্গে GP অনুযায়ী নতুন ICDS নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা উচ্চমাধ্যমিক | WB ICDS Job Recruitment 2023

পশ্চিমবঙ্গে ফের নতুন করে ICDS নিয়োগের (WB ICDS Job Recruitment 2023) বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

WB ICDS Job Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে CDPO অফিসের তরফে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তথা GP তে এই নিয়োগ করা হচ্ছে।

পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে মূলত ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা তথা Anganwadi Helper (AWH) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া: প্রধান দুটি ধাপ এর মধ্য দিয়ে প্রার্থীদের এই পদে নিযুক্ত করা হবে। যথা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ।

লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষায় মোট 90 নম্বর রয়েছে। নিচে বিষয় অনুযায়ী নম্বর বিভাজনের হিসাব দেওয়া হলো।

বিষয়নম্বর
মাতৃ ভাষায় রচনা লেখা15 নম্বর
পাটিগণিত20 নম্বর
পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন15 নম্বর
ইংরেজি ভাষা20 নম্বর
সাধারণ জ্ঞান20 নম্বর

ইন্টারভিউ: ইন্টারভিউ তথা Viva-Voce এর ওপর 10 নম্বর থাকবে। ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের যাচাই ও বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।

নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন। নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দেবেন।

নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো দেবেন ফর্মের মধ্যে। সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মে। 

সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী 05/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা Application Form পেয়ে যাবেন।

Important Links
Official Notification/ Application FormClick Here
Official WebsiteClick Here

Leave a comment