WB Madhymik Teacher Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং শিক্ষকতা করতে ভালোবাসেন, তবে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। Primary TET কিংবা WBSSC এর মত কোনো প্রকার জটিল পরীক্ষা আয়োজন করা হবে না নিয়োগের ক্ষেত্রে। D.El.Ed কিংবা B.Ed যোগ্যতার প্রয়োজন নেই এখানে আবেদন করতে গেলে। আপনি যদি স্নাতক পাশ হন, এখানে আবেদন করতে পারেন। সরাসরি ইন্টারভিউ (Walk In Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।



Teacher recruitment in west bengal 2022





পদের নাম:

মূলত হাই স্কুলে তথা মাধ্যমিক স্কুলে নিয়োগ করা হবে শিক্ষক ও শিক্ষিকা। আপনি যদি স্নাতক (Graduation) পাস করে থাকেন, এখানে আবেদন করতে পারবেন। বাংলা বিষয়ের ওপর তিন বছরের স্নাতক পাস করে থাকতে হবে আপনাকে এক্ষেত্রে। প্রধানত সহকারী শিক্ষক-শিক্ষিকা (Assistant Teacher) পদে নিয়োগ করার কথা বলা হয়েছে।


আবেদন প্রক্রিয়া:

শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment) এর চাকরিতে আবেদন করতে চাইলে নিম্নলিখিত পর্যায়ে আবেদন করে নিতে পারেন –

Step- 1: প্রথমে ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিন নিয়োগের।

Step- 2: তারপর নিজের হাতে একটি আবেদনপত্র বানিয়ে নিতে হবে।

Step- 3: আবেদনপত্রটি নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।

Step- 4: নিজের যাবতীয় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।

Step- 5: সবার শেষে আবেদনপত্র খামের ভেতর ভরে তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।


নিয়োগ প্রক্রিয়া:

মাধ্যমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যারা যারা আবেদন করবেন তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রস্তুত করে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। তারপর তাদের সরকারি শিক্ষক ও শিক্ষিকা পদে নিয়োগ করা হবে।



কারা আবেদন করতে পারবেন?

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ (SSC Teacher Recruitment) এর জন্য আবেদন করতে পারবেন রাজ্যের যেকোন প্রার্থী। মূলত পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারেন।


প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনের সময় যেসব গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট আপনার সঙ্গে রাখতে হবে –

1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

2. স্নাতক পাশ এর সার্টিফিকেট

3. ভোটার কিংবা আঁধার কার্ড

4. পাসপোর্ট রঙিন ফটো

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো

6. নিজের হাতে বানানো একটি আবেদনপত্র

7. একটি নিজস্ব Bio Data

8. সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র




ইন্টারভিউয়ের দিন ও সময়:

ইন্টারভিউ (Walk In Interview) এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী 26/03/2022 তারিখে সকাল 10 টা থেকে ইন্টারভিউ শুরু হবে। সবাইকে সময়ের আগেই ইন্টারভিউ কেন্দ্রে এসে হাজির হতে হবে। Reporting Time হলো সকাল 9:30


ইন্টারভিউ কেন্দ্র:

Premises of Chekya High School (H.S.), VILL+PO- Chekya, PS- Kotshila, PIN- 723202


আপনি যদি নিয়োগের আরও বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে জেনে নিতে চান তবে নিজে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রইল দেখে নিন।





প্রতিনিয়ত চাকরির নতুন নতুন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।


Leave a comment