রাজ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্পেশালিস্ট পদে নিয়োগ, বেতন 3,000/- টাকা দিনে | WB Municipal Corporation Job 2024

পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশনে দুর্দান্ত চাকরির (WB Municipal Corporation Job 2024) সুযোগ। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের স্পেশালিস্ট পদে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ জানাতে পারবেন আবেদন। সঙ্গে থাকছে দুর্দান্ত বেতন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত বিবরণ।

WB Municipal Corporation Job 2024

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: এই মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরির নিয়োগে (WB Municipal Corporation Job 2024) মূলত স্পেশালিস্ট (Specialist) পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের ক্ষেত্রে হবে এই পদে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা/ ডিগ্রি থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 67 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে বয়স হলেই আবেদন জানাতে পারবেন।

বেতনক্রম: দৈনিক 3,000/- টাকা করে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে সপ্তাহে সর্বোচ্চ 3 বার তথা তিন দিন কাজ থাকবে। এবং প্রতিদিন কাজ থাকবে 3 ঘণ্টা করে।

নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিযুক্ত করা হবে উল্লিখিত পদে। সেক্ষেত্রে আপনারা সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।

1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

2. নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ভালো করে পূরণ করতে হবে।

3. পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্ম এর মধ্যে। সঙ্গে ফর্মে নিজের একটি সিগনেচার করুন।

4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 21/06/2024 তারিখ ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। রিপোর্টিং টাইম সকাল সাড়ে 11 টা থেকে দুপুর 12 টা।

ইন্টারভিউয়ের স্থান: Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – 700013

Important Links 
Official Notification/ Application Format Click Here 
Official Website Click Here 

Leave a comment