পশ্চিমবঙ্গে জাদুঘরে নিয়োগ (WB Museum Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে আপনারা যারা ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জাদুঘরে তথা National Council of Science Museums (NCSM) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: প্রার্থীদের মূলত Trainee হিসাবে নিযুক্ত করা হবে প্রাথমিক দিকে। সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে তাদের নিযুক্ত করা হবে –
1. Carpentry
2. Fitter
3. Welder
4. Electronics
5. Computer Science
শিক্ষাগত যোগ্যতা: 1 থেকে 4 নম্বর ক্ষেত্রে আবেদন করার জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করে থাকতে হবে।
কম্পিউটার সাইন্স ক্ষেত্রে আবেদনের জন্য কম্পিউটার সাইন্স এর ওপর ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক ও উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন যোগ্য।
মাসিক বেতন/ স্টাইপেন্ড: প্রথম চারটি ক্ষেত্র তথা পদে প্রার্থীদের নিযুক্ত করার পর মাসিক স্টাইপেন্ড 12,000/- টাকা এবং Computer Science এই ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড 16,500/- টাকা।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ধাপ অনুযায়ী আবেদন পদ্ধতি নিচে দেওয়া হয়েছে।
1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ভালো করে পূরণ করে ফেলুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে এই ফর্ম ফিলাপ করুন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
5. সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: National Council of Science Museums, Block -GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700091
আবেদনের সময়সীমা: আগামী 04 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Application Form | Click Here |
Official Website | Click Here |