WB Police Constable Result Date | রজ্যে অতি শীঘ্রই প্রকাশ পাওয়ার পথে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার রেজাল্ট

অবশেষে রাজ্যে প্রকাশ পাওয়ার পথে পশ্চিমবঙ্গ POLICE CONSTABLE/LADY CONSTABLE এর ফলাফল। পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ পেয়েছিল গত 2021 এর জানুয়ারি মসে, এবং পরীক্ষা আয়োজিত হয়েছিলো 26 সেপ্টেম্বর, 2021 অর্থাৎ রবিবারে। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেয়েছে ANSWER KEY এবং অতি শীঘ্রই রেজাল্ট প্রকাশ পাবে এমনটাই জানা গিয়েছে। 

    পরীক্ষার খুঁটিনাটি /DETAILS OF WB POLICE CONSTABLES & LADY CONSTABLES RECRUITMENT

     

    Recruitment Board West Bengal Police Recruitment Board (WBPRB)
    Name of Posts Police Constables/Lady Constables
    Total No of Vacancy 8630
    No of Male Constable 7440
    No of Lady Contable 1192
    Mode of Apllication Online
    Official Website wbpolice.gov.in
    2021 এর জানুয়ারি মাসে পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ পেয়েছিলো। ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিলো আবেদন প্রক্রিয়া।

    যোগ্যতা / ELIGIBILITY CRITERIA FOR WEST BENGAL CONSTABLE & LADY CONSTABLE RECRUITMENT

    শিক্ষাগত যোগ্যতা / EDUCATIONAL QUALIFICATION

    যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস।
    বয়স / AGE LIMIT
    সর্বনিম্ন বয়সঃ 18 বছর 
    সর্বোচ্চ বয়সঃ 27 বছর 
    SC/ST দের বয়সে 5 বছরের ছাড় এবং OBC দের 3 বছরের। 

    ANSWER KEY FOR WB POLICE CONSTABLE PRELIMINARY EXAM

     
    দীর্ঘ অপেক্ষার অবসানে আজ 3 ডিসেম্বর, 2021 প্রকাশ পেলো CONSTABLE & LADY CONSTABLE পরীক্ষার ANSWER KEY, তাই দেরি না করে এখনই উত্তর মিলিয়ে নিন এবং দেখে নিন আপনি কত পেলেন। 
    TO DOWNLOAD ANSWER KEY: CLICK HERE

    পরীক্ষার ফলাফল / RESULT OF WB POLICE CONSTABLE PRELIMINARY EXAM

     আজ যেহেতু প্রকাশ পেলো ANSWER KEY, তাই অতি শীঘ্রই মোটামোটি ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা ২০২২ এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে রেজাল্ট প্রকাশ পেতে পারে। 

    Leave a comment