পশ্চিমবঙ্গে পুলিশ বিভাগে কর্মী নিয়োগ (WB Police Dept Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। মাসিক উচ্চ বেতন এর এই চাকরিতে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগ তথা West Bengal Police Department এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: পুলিশ বিভাগ এর এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানত দুই ধরনের পদে নেওয়া হবে কর্মী। যথা,
1. সিনিয়র লিগাল কনসালট্যান্ট
2. জুনিয়র লিগাল কনসালট্যান্ট
মাসিক বেতন: সিনিয়র লিগাল কনসালট্যান্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন 40,000/- টাকা এবং জুনিয়র লিগাল কনসালট্যান্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন 30,000/- টাকা।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর স্ক্রুটিনি এবং শর্ট লিস্টিং করে প্রার্থীদের বেছে নিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।
ইন্টারভিউয়ে প্রার্থীদের ভালো ভাবে যাচাই ও বাছাই করে সেখানে যোগ্য প্রার্থীদের বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে। নাম, ইমেল নম্বর, মোবাইল নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সকল প্রকার তথ্য দিন।
নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করতে হবে নিজের।
সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ল গ্রাজুয়েট হলেই আবেদন জানাতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। উল্লেখ্য, এখানে কর্মীদের প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক পদে নিযুক্ত করা হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সসীমা সেভাবে উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক সঙ্গে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন জানাতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আবেদনপত্র আপনি ফটো কিংন স্ক্যান করে নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠাতে পারেন। কিংবা, ডাইরেক্ট স্পীড পোস্ট এর মাধ্যমেও পাঠাতে পারেন। ঠিকানা – Director General and Inspector General of Police, West Bengal, Bhabani Bhawan, Alipore, Kolkata-700027
আবেদনের সময়সীমা: আগামী 20/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র ও আবেদনপত্র পাঠানোর ইমেল ঠিকানা দেওয়া হয়েছে।
Important Links
Official Notification/Application Format | Click Here |
Official Website | Click Here |
Join Us On