পশ্চিমবঙ্গে ফের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর এটি, বিশেষ করে রাজ্যের সরকারি শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত একটি সুযোগ প্রাইমারি শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) এর মাধ্যমে চাকরি পাওয়ার। রাজ্যে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে, কোনো প্রকার শিক্ষক শূন্যপদ ফেলে রাখা যাবে না, এবং তার কথায় সায় দিয়েছেন রাজ্যের প্রাথমিক পর্ষদ (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্য। তার প্রতিফলন স্বরূপ রাজ্যে ফের শুরু হয়ে গেলে Primary TET এর মাধ্যমে বাকি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।
উল্লেখ্য, রাজ্যে শেষ বারের মত যখন প্রাথমিক টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে জন বেশ কিছু চাকরি প্রার্থী। নিয়োগ চলাকালীন সময়ে উপযুক্ত কাগজ তথা ডকুমেন্ট দেখাতে না পারায় তাদের নিয়োগদান থেকে বঞ্চিত রাখা হয় এবং তখন বাতিলও করা হয় তাদের শিক্ষক পদে নিয়োগ। এরপর শিক্ষক চাকরিপ্রার্থীরা অনেকটা ভেঙে পড়েন মানসিকভাবে এবং তারা রাজ্যের উচ্চ আদালত (Kolkata High Court) এর দ্বারস্থ হয়ে তাদের সমস্যা খুলে বলেন। এবার বিচারপতির রায়ে বিশেষ সাড়া দিয়েছেন পর্ষদ সভাপতি মনিকবাবু, অর্থাৎ হতে চলেছে রাজ্যে আবার নতুন করে প্রাথমিক তথা প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ।
রাজ্যে এখন একদিকে যেমন SSC কে নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের নিয়োগে দুর্নীতি খুঁজে পাওয়ার জন্য। আরেক দিকে বসে নেই প্রাথমিক পর্ষদ (WBBPE)। ইতিমধ্যে রাজ্যে প্রকাশ পেয়েছে Primary TET 2017 এর রেজাল্ট এবং মানিকবাবুর মতে এবার একদম স্বচ্ছ ভাবে প্রকাশ করা হয়েছে রেজাল্ট, সঙ্গে নিয়োগ ক্ষেত্রে কোনো রকম ত্রুটি রাখা হবেনা। 2017 এর প্রাইমারি টেট উত্তীর্ণদের Interview প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই নিয়োগের জন্য এবং তারই মধ্যে এক নতুন ঘোষণা পর্ষদের।
মূলত রাজ্যে পার্শ্ব শিক্ষক ও বিশেষ সংরক্ষিত শ্রেণীতে পাশ করেছিলেন বেশ কিছু চাকরিপ্রার্থী যাদের নিয়োগ আটকে গিয়েছিল কারণ তারা নিয়োগের সময় উপযুক্ত ডকুমেন্ট প্রমাণপত্র দেখাতে পারেননি। প্রায় 230 জন এরকম টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী রয়েছে রাজ্যে যারা আদালতের শরণাপন্ন হয়, মেলে সুরাহা।
OFFICIAL WEBSITE: www.wbbpe.org
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।