WB School Teacher Recruitment 2022 | পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা পাশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আপনি যদি শিক্ষকতার কাজ করতে চান, তবে একদম সঠিক স্থানে এসেছেন, নিয়োগের খবরটি পড়ে দেখতে পারেন। পশ্চিমবঙ্গের এক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ অথবা মহিলা যেকেউ এই শিক্ষক পদের নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। এখানে নিয়োগের ক্ষেত্রে WB TET অথবা WBSSC এর মতো কোনো রকম জটিল পরীক্ষা নেওয়া হবে না। স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরাসরি শিক্ষক নিয়োগ করা হবে এখানে। নিয়োগ ও আবেদনের বিস্তারিত খুঁটিনাটি নিচে তুলে ধরা হয়েছে।

WB School Teacher Recruitment 2022

পদের নাম: 

সককারি শিক্ষক (Assistant Teacher) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে। সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে শিক্ষকতা তথা Teaching এর ওপর ডিপ্লোমা তথা সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি স্নাতক পাশ করে থাকেন, এক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা:

শিক্ষকতার চাকরিতে আবেদনের ক্ষেত্রে আপনার বয়স 01/01/2022 অনুসারে 40 বছরের নিচে হতে হবে।

বেতনক্রম:

মাসে উচ্চ বেতন দেওয়া হবে শিক্ষকদের। Pay Matrix এর Level -6 অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকার মধ্যে।

আবেদন প্রক্রিয়া:

শিক্ষক পদের নিয়োগে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে অতি সহজেই। এক্ষেত্রে আপনাকে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন তথা আবেদন করে নিতে হবে। সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করবেন, এর লিংক নিচে দেওয়া হলো। তারপর নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে অ্যাপ্লিকেশন ফর্ম টি পূরণ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিয়ে সেগুলি সব একটি খামের মধ্যে ভরে ফেলুন। সবার শেষে পোস্ট এর মাধ্যমে সেগুলি পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনের সময় যেসব প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই নিজের সঙ্গে রাখতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
3. উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট 
4. ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স এর সার্টিফিকেট 
5. গ্র্যাজুয়েশন পাশ এর সার্টিফিকেট
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. ভোটার কিংবা আঁধার কার্ড
8. নিজের রঙিন পাসপোর্ট ফটো

আবেদনের সময়সীমা:

আগামী 30/04/2022 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিচে শিক্ষক পদের নিয়োগের সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, দেখে নিতে পারেন।








ভবিষ্যতে নিয়োগ ও চাকরির খবর ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে এখনই যুক্ত হন।



Leave a comment