WB Teacher Recruitment: পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে বিভিন্ন বিষয়ের ওপর সহকারী শিক্ষক নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি। পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক পদে অসংখ্য নিয়োগ করা হবে। আপনি রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। মূলত বিভিন্ন বিষয়ের ওপর  শিক্ষক নেওয়া হবে। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং শিক্ষকতা করতে ভালোবাসেন তবে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।




wb teacher recruitment 2022




পদের নাম:

প্রধানত সহকারী শিক্ষক (Assistant Teacher) পদে নিয়োগ করা হবে।


বিষয়:

বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। যথা- 
  • বাংলা 
  • ইংরেজি 
  • অংক 
  • ভূগোল 
  • ইতিহাস 
  • জীবন বিজ্ঞান 
  • ভৌত বিজ্ঞান 
  • সমাজ বিজ্ঞান 
  • কম্পিউটার 

শিক্ষাগত যোগ্যতা:

এই শিক্ষক পদে আবেদন করতে আবেদনকারীকে স্নাতক তথা Graduation পাস করতে হবে। স্নাতকোত্তর পাস করা আবেদনকারীদের এক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া যেসকল চাকরিপ্রার্থীরা ইংরেজিতে পড়াতে পারবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে।


বয়সসীমা:

পশ্চিমবঙ্গের এই শিক্ষক (WB Teacher Recruitment) পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে।


বেতনক্রম: 

আবেদনকারীদের শিক্ষক পদে নিয়োগ করার পর বেতন ঠিক করা হবে নিয়োগকারী সংস্থার পক্ষ থেকে।

আবেদন প্রক্রিয়া:

মূলত অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে ভালো করে আবেদনপত্র (Application Form) টি পূরণ করে তার সঙ্গে যাবতীয় নানান ডকুমেন্ট যোগ করে পাঠাতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।


আবেদন পত্র পাঠানোর ঠিকানা:

Hessed English Scool, Baniagaon, Samuktala, Alipurduar




মোবাইল নম্বর: 

এছাড়া নিয়োগের ব্যাপারে আরো বিস্তারিত জানতে নিজে দেয়া মোবাইল নম্বরে কল করতে পারেন- 
  • 7063787068

Official Notification: 

wb teacher recruitment 2022

পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন 


Leave a comment