WB Teacher Recruitment | Govt Job In West Bengal | বাংলার স্কুলে স্থায়ী পদে সহকারী শিক্ষক নিয়োগ, শীঘ্রই করে ফেলুন আবেদন

একদিকে করোনা তথা লক ডাউনের ফলে এখনও বিপন্ন রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, অন্যদিকে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত ছোটো মাঝারি নিয়োগ হয়েই চলেছে জেগুলি হাতছাড়া একেবারেই করা উচিত নয়। রাজ্যের এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা আগ্রহী হলে করতে পারেন আবেদন।  

নিয়োগের স্থানঃ চাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুলে স্থায়ী পদে নিয়োগ হবে সহকারী শিক্ষক। 



শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই গ্র্যাডুয়েশন পাশ করে থাকতে হবে। 

আবেদনকারীর বয়সঃ ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী ধরা হবে বয়স। 

প্রশিক্ষনের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ, প্রশিক্ষনকালে দেওয়া হবে ভাতা | WB GOVT JOB | INDIAN OIL RECRUITMENT 

আবেদনের পদ্ধতিঃ মূলত অফলাইনে হবে আবেদন। আবেদন শুরুর ১৫ দিনের খামের মধ্যে ভরে ফেলতে হবে নিজের প্রত্যেকটি ডকুমেন্ট এর ২ টি করে ফটোকপি, সঙ্গে ২টি ফটো, কোন পদে আবেদন করলেন তার নাম। পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। 


যে ঠিকানায় আবেদন পত্রটি পাঠাবেনঃ 
Secretary, Hat Chapra King Edward High School (H.S), P.O.-Bangaljhi, 741123, Dist. Nadia, W.B


CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION


WB GOVT JOB | WBHRB | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে বিশাল নিয়গের বিজ্ঞপ্তি জারি! শীঘ্রই করুন আবেদন 

 



Leave a comment