WB Teachers Recruitment 2021: Walk-In-Interview এর মাধ্যমে রাজ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ। সময় সীমিত, আবেদন করুন শীঘ্রই

আপনি কি শিক্ষকতার চাকরি করতে চান এবং পড়াতে ভালোবাসেন? তবে আপনার জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। রাজ্যের স্কুলে WALK-IN-INTERVIEW এর মাধ্যমে হচ্ছে শিক্ষক নিয়োগ। নারী-পুরুষ নির্বিশেষে সবাই আবেদন করতে পারবেন। মূলত স্নাতক পাস করা থাকলেই করা যাবে আবেদন। কোনো রকম আবেদন ফি লাগবে না। আবেদন সম্পর্কে খুঁটিনাটি নিচে দেওয়া হলো- 

নিয়োগকারী সংস্থঃ উত্তর ২৪ পরগণার NBCB হাই স্কুলের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ করা হবে। 

পদের নামঃ প্রধানত পার্ট টাইম সহকারী শিক্ষক পদে করা হবে নিয়োগ।

শূন্যপদঃ মূলত ৩টি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে-

  1. ENGLISH
  2. COMPUTER
  3. LIFE SCIENCE
শিক্ষাগত যোগ্যতাঃ নিম্নে বিষয় অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো-

ENGLISH
  • প্রার্থীকে ইংরেজি বিষয়ে গ্র্যজুয়েট হতে হবে।
  • কিংবা ইংরেজি বিষয়ে পোস্ট গ্র্যাডুয়েট হতে হবে।
  • B.Ed দের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
COMPUTER
  • প্রার্থীকে কম্পিউটার বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
  • কিংবা এই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
  • অথবা উক্ত বিষয়ে MCA/B.TECH/M.TECH রাও আবেদন করতে পারবে। 
LIFE SCIENCE
  • উক্ত বিষয়ে প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে।
  • কিংবা পোস্ট গ্র্যাজুয়েট হলেও হবে।
  • B.Ed দের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে হবে মূলত অফলাইনের মাধ্যমে। আপনি নিজের যাবতীয় তথ্যাদি অর্থাৎ নথিপত্র নিয়ে সরাসরি স্কুলে জমা দিয়ে আস্তে পারেন কিংবা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন।

স্কুলের ঠিকানাঃ NEW BARRACKPORE COLONY BOYS’ HIGH SCHOOL, NEW BARRACKPORE, NORTH 24 PARGANAS

নিয়োগ প্রক্রিয়াঃ Walk-In-Interview এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

আবেদনের সময়সীমাঃ ০৩/১২/২০২১ এর মধ্যে করতে হবে আবেদন।



OFFICIAL NOTIICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE

Leave a comment