পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, বেতন 37,000/- টাকা | WB University Recruitment 2025

পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ (WB University Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জারি হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনার যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজ করছেন তারা এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

WB University Recruitment 2025

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এর তরফে এই কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: জুনিয়র রিসার্চ ফেলো / Junior Research Fellow (JRF) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন করতে পারবেন।

বেতনক্রম: নিয়োগের পর বেতন মাসে 37,000/- টাকা করে থাকছে। এই বেতন সর্বোচ্চ 42,000/- টাকা অব্দি হতে পারে।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের (Walk-In-Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন।

সেক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট পূরণ করে ফেলুন।

এখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টার্ভিউ কেন্দ্রে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 18/02/2025 তারিখে 3.30 PM এ ইন্টার্ভিউ সংঘটিত হবে।

সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে ইন্টারভিউয়ের ক্ষেত্র দেওয়া হয়েছে।

Important Links 
Official NotificationClick Here
Official Website Click Here

Leave a comment