পশ্চিমবঙ্গে আর্থিক নিগম এর তরফে কর্মী নিয়োগ (WBFC Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরিপ্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। উচ্চ পদে নেওয়া হবে কর্মী, যেখানে থাকবে উচ্চ বেতন।

নিয়োগকারী সংস্থা: West Bengal Financial Corporation (WBFC) তথা পশ্চিমবঙ্গ আর্থিক নিগমের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম: Officer on Special Duty পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর রাখা হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 60,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন আপনারা।
1. সেক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন, সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 12/03/2025 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |