পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের (WBMSC) এর তরফে কর্মী নিয়োগের (WBMSC Recruitment 2024) বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ আবেদন জানাতে পারবেন। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে আপনি যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস করপোরেশন লিমিটেড (West Bengal Medical Services Corporation Limited) তথা WBMSCL এর পক্ষ থেকে নিয়োগ করা হবে।
পদের নাম: WBMSC এর নিয়োগের মধ্য দিয়ে SAE (Civil) পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 25,000/- টাকা করে রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। এই বয়সের নিচে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী যেকেউ আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন এবং যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি প্রয়োজন পড়বে এক্ষেত্রে।
3. নিজ নিজ রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
4. শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে কাছে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 15/03/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website/ Apply Online | Click Here |