পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে উচ্চ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন যোগ্যতায় আপনি এই WBPSC এর চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন করতে পারবেন। মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। WBPSC এর চাকরির জন্য আপনি অনায়াসেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। নিচে আবেদনের সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন / PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL (WBPSC) এর পক্ষ থেকে নিয়োগ সংঘটিত হবে।
পদের নাম: প্রধান দু-প্রকার পদে WBPSC এর পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। যথা-
- WEST BENGAL AUDIT
- ACCOUNTS SERVICE
শূন্যপদ: আপাতত WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION এর পক্ষ থেকে 36 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: WBPSC এর এই উচ্চপদের চাকরির জন্য আবেদন করতে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কমার্স বিষয়ে স্নাতক তথা Graduation পাস করতে হবে।
বয়সসীমা:
- WBPSC এর চাকরির জন্য আবেদন করতে আবেদনকারীর বয়স 36 বছরের নিচে হতে হবে।
- SC/ST দের বয়সের ক্ষেত্রে 5 বছরের এবং OBC দের 3 বছরের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম: মাসে 56,100-1,44,300 টাকা বেতন দেওয়া হবে WBPSC এর এই চাকরিতে।
নিয়োগ প্রক্রিয়া: প্রধান তিনটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে কর্মী নিয়োগ করা হবে। যথা-
- Preliminary Examination
- Main Examination
- Personality Test
আবেদন প্রক্রিয়া: WBPSC এর এই চাকরিতে আবেদন করতে শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে এবং কিছু ডকুমেন্ট আপলোড করে সঙ্গে পাসপোর্ট ফটো এবং সিগনেচার আপলোড করে আবেদন করে নিতে হবে।
আবেদন ফি: 210 টাকা দিতে আবেদন করার জন্য। SC/ST/PWD এর কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
আবেদনের সময়সীমা: WBPSC এর চাকরিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 27/02/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Apply Online: Click Here
Official Website: wbpsc.gov.in