পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে নতুন নিয়োগ (WBPSC Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়েছে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। একই সঙ্গে বেশ কিছু শূন্যপদে হবে নিয়োগ এবং সঙ্গে থাকছে মাসিক উচ্চ বেতন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত বিবরণ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তত্ত্বাবধানে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর (TECHNICAL EDUCATION, TRAINING AND SKILL DEVELOPMENT DEPARTMENT) এ হচ্ছে নিয়োগ।
পদের নাম: পাবলিক সার্ভিস কমিশন এর এই নিয়োগের মধ্য দিয়ে FOREMAN/ APPRENTICESHIP SUPERVISOR পদে হবে নিয়োগ।
শূন্যপদ সংখ্যা: আপাতত সব মিলিয়ে 29 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর। এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: লেভেল -12 অনুযায়ী নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,800/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
1. নিম্নে প্রদত্ত অনলাইন আবেদনের লিংকে ক্লিক করলেই নতুন পেজ খুলবে।
2. নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন।
3. নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখবেন অনলাইন রেজিস্ট্রেশন এর সময়।
4. নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে বললে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 22/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website/ Apply Online | Click Here |