35,000/- বেতনে রাজ্যে কো-অপারেটিভ সার্ভিস কমিশনে 12th পাশে নিয়োগ | WEBCSC Recruitment 2025

পশ্চিমবঙ্গে কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগ (WEBCSC Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে অনায়াসেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।

WEBCSC Recruitment 2025

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে কো-অপারেটিভ সার্ভিস কমিশনের (West Bengal Co-operative Service Commission) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

Junior Office Assistant (Grade-III)

Field Supervisor/ Office Assistant

Assistant and Supervisor

Senior Salesman/ Salesgirl

Clerk and Cashier

Sales and General Assistant (SGA)

Cashier and Clerk (Grade- C)

Office Assistant

Assistant (Grade-III)

Proof Reader

Accountant

Assistant Accountant

Laboratory Asistant

General Dairy worker

Field Representative for Marketing

Accounts Assistant

MIS Assistant

Field Supervisor

Senior Supervisor (Plant)

M.I.S. Assistant

Assistant

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। সেক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 35,290/- টাকা থাকছে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: দুটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা, কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টার্ভিউ।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

সেক্ষেত্রে নিচে প্রদত্ত অনলাইন আবেদনের লিংক ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ এবং রেজিস্ট্রেশন করুন।

এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি তথ্য দেবেন।

যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।

সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 01/03/2025 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links
Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply Online Click Here

Leave a comment