পশ্চিমবঙ্গে মিউজিয়ামে কর্মী নিয়োগ (West Bengal Museum Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। অনেকেই রয়েছেন যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত। তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে ভারতীয় তথা Indian Museum, Kolkata এর তরফে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার এর তত্ত্বাবধানে এই নিয়োগটি সংঘটিত হচ্ছে
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানত ইয়ং প্রফেশনাল (Young Professional) পদে কর্মী নেওয়া হবে। দুটি ক্ষেত্রে নেওয়া হবে কর্মী। যথা,
- Young Professional (Education)
- Young Professional (Information Technology)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর তথা মাস্টার্স পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 27/09/2023 এর হিসাব অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 35,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: The Director, Indian Museum, 27, Jawaharlal Nehru Road, Kolkata – 700016
আবেদনের সময়সীমা: আগামী 27/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |