পশ্চিমবঙ্গে বন্দরে কর্মী নিয়োগ (West Bengal Port Recruitment) করা হচ্ছে। একজন চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনিও অনায়াসে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এক দুর্দান্ত নিয়োগের সুখবর এটি। আপনি এখানে নিয়োগে আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকলে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে বন্দরে নেওয়া হবে কর্মী। আরো ভালো করে বলতে গেলে কলকাতায় শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: একই সঙ্গে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যথা,
- এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
- হিন্দি ট্রান্সলেটর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 26,000/- টাকা।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া বিস্তারিত আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. নিচে প্রদত্ত ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা Application Form সংগ্রহ করে নিন।
2. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে ফেলুন।
3. নিজের নাম, বাবা/ স্বামীর নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন সেক্ষেত্রে।
4. ফর্মের মধ্যে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। পাশাপাশি ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করুন।
5. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আগামী 16/09/2023 এবং হিন্দি ট্রান্সলেটর পদের ক্ষেত্রে আগামী 23/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification/ Application Form | Link 1 / Link 2 |
Official Website | Click Here |